দিনদুপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গেল পরপর তিনটি ঘর। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ইটাহারে কুলাতোর গ্রামে। জানা যায়, লক্ষণ সরকারের বাড়ির একটি ঘরে প্রথমে আগুন লাগে। এরপর সেই আগুন মূহুর্তের মধ্যে ছড়িয়ে যায় প্রতিবেশী শম্ভু মণ্ডল ও রঞ্জিত সরকারের বাড়িতে। আগুন লাগার ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রথমে স্থানীয়রাই সেই আগুন দেখতে পান। সেই সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সকলে বাড়ির বাইরে কাজ করছিলেন। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।