কোচবিহার ১: রাস মেলার শেষ দিনে কোচবিহার মদনমোহন বাড়িতে অভিনব উদ্যোগ গ্রহণ লাইনস ক্লাব অফ কোচবিহারের
কোচবিহারে চলছে ঐতিহ্যবাহী রাস মেলা। আর এই রাসমেলা উপলক্ষেই কোচবিহার মদনমোহন মন্দিরে আগত দর্শনার্থীদের জন্য অভিনব উদ্যোগ গ্রহণ করল লায়ন্স ক্লাব অফ কুচবিহার। এদিন মদনমোহন বাড়িতে আসা প্রত্যেক দর্শনার্থীদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছিল লায়ন্স ক্লাব অফ কুচবিহার। এদিন এই অনুষ্ঠানের সূচনা করেন কোচবিহার রামকৃষ্ণ মঠের মহারাজ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় এবারে তাদের লক্ষ্য ১০ হাজার দর্শনার্থীদের প্রসাদ খাওয়ানো হবে।