রায়গঞ্জ: রেলের ফ্লাই ওভার নির্মান নিয়ে পুরসভায় প্রেসমিটে নাম না করে সাংসদকে কটাক্ষ প্রশাসক সন্দীপ বিশ্বাসের
রেলের ফ্লাই ওভার নির্মান নিয়ে পুরসভায় প্রেসমিট করে নাম না করে সাংসদকে কটাক্ষ করলেন রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। শুক্রবার দুপুরে সাংবাদিক সম্মেলনে প্রশাসক বলেন, রায়গঞ্জ পৌরসভার তরফে ২০২২ সালে রায়গঞ্জে দুটো আন্ডারপাস এবং পুরাতন জাতীয় সড়কে একটি ফ্লাইওভার করার আবেদন জানানো হয় রেলকে। পাশাপাশি রাজ্যের পরিবহন দফতর আমাদের চিঠির প্রেক্ষিতে ২২ শে সেপ্টেম্বর ২০২২ তারিখে রেল দফতরকে সেই বিষয়েই অনুরোধ জানায়।অতএব ফ্লাইওভার বা আন্ডারপাস করতে নতুন করে NOC লাগে না