খানাকুল ১: আবারও সরব খানাকুলের বিধায়ক,BDO'কে তৃণমূলের দালাল ও চটিচাঁটা মাল বললেন
আবারও সরব খানাকুলের বিধায়ক,BDO'কে তৃণমূলের দালাল ও চটিচাঁটা মাল বললেন।জানা যায়,গতকাল খানাকুলের ময়ালে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খানাকুল 1নং ব্লকের BDO।সেই অনুষ্ঠানের একটি ভিডিও সংবাদ মাধ্যমের সামনে আনে বিধায়ক।তার অভিযোগ,সেই অনুষ্ঠান খানাকুলের প্রাক্তন বিধায়ক ইকবাল আহমেদের মেয়েকে বিরাট ভাবে সম্বর্ধনা করছেন BDO।কেন এই সম্বর্ধনা সেই প্রশ্ন তুলে BDO'র বিরুদ্ধে ক্ষোভ উপরে দেন বিধায়ক।BDO কে তৃণমূল দালাল বলার পাশাপাশি তাকে চটিচাঁটাও বলেন।