মুর্শিদাবাদ জিয়াগঞ্জ: জীবন দায়ী কিছু ঔষধের ওপর নানান সচেতনতা বার্তায় পথে নামল জিয়াগঞ্জ-আজিমগঞ্জের সকল ঔষধ ব্যবসায়ীরা
বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে চলছে রাজ্য ব্যাপি ঔষধ নিয়ে এক নাগরিক সচেতনতা বার্তার মধ্য দিয়ে আনুষ্ঠানিক পদযাত্রা ও পথসভা। আর তারই অংশ হিসেবে আজ জিয়াগঞ্জ -আজিমগঞ্জ BCDA জনের পক্ষ থেকে নানান দাবি ও নাগরিক সচেতনতা কিছু বার্তা মাইক প্রচারের মধ্য দিয়ে জিয়াগঞ্জ সদরঘাট থেকে ফুলতলা বাস স্ট্যান্ড হয়ে নেতাজি মোড় পর্যন্ত জিয়াগঞ্জ ও আজিমগঞ্জের সকল ঔষধ ব্যবসায়ীরা আজ একত্রে পথে নামলেন। তার মধ্য দিয়েই জনসাধারণ ও ক্রেতাদের উদ্দেশ্যে জীব