বহরমপুর: যোগী নিজেই উত্তর প্রদেশের লোক না, ডিটেনশন কম্পে প্রথমে যোগীকে ঢোকানো দরকার, মন্তব্য অধীর চৌধুরীর
যোগী রাজ্যে এসআইআর-এর শুরুতেই সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের জন্য ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশিকা। জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধানত দাবি যোগী সরকারের। এ রাজ্যের বহু মানুষ কাজের জন্য থাকেন উত্তর প্রদেশে। কতটা বিপদ বাড়তে পারে পরিযায়ীদের? এই প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন যোগী নিজেই উত্তর প্রদেশের লোক না, প্রথমে যোগীকেই ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া দরকার।