উত্তর জেলা বনদপ্তর, পুলিশ ও ৯৭নং বিএসএফ-এর যৌথ অভিযানে কদমতলার পশ্চিম ইছাই লালছড়া ২নং ওয়ার্ডে বনমাফিয়া ছমেদ আহমেদ এর বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিভিন্ন প্রজাতির কাঠ ও কাঠের সামগ্রী উদ্ধার করা হয়। ধারালো অস্ত্রের বাঁধা পেড়িয়ে যৌথ বাহিনী অভিযান চালায়। লালছড়া ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাসের গোপন খবরের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়। উদ্ধার কার্য অব্যাহত রয়েছে।