রানাঘাট ২: জমি সংক্রান্ত বিবাদের জেরে মারামারির অভিযোগ, দত্তপুলিয়া থেকে গ্রেফতার অভিযুক্ত ব্যক্তি
জমি সংক্রান্ত বিবাদের জেরে মারামারির অভিযোগ, দত্তপুলিয়া থেকে গ্রেফতার অভিযুক্ত ব্যক্তি। সূত্রের খবর, রানাঘাট 2 ব্লকের দত্তপুলিয়া এলাকার বাদিন্দা এক ব্যক্তি শনিবার জমি সংক্রান্ত বিবাদের জেরে তারই প্রতিবেশী এক ব্যক্তিকে মারধর করে। ঘটনায় গুরুতর আহত হন ওই প্রতিবেশী। সেই ঘটনায় আক্রান্ত প্রতিবেশী ধানতলা থানায় অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত শুরু করে সোমবার রাতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার ধৃতকে রানাঘাট আদালতে পাঠিয়েছে ধানতলা থানার পুলিশ