কালচিনি: জৈব পদ্ধতিতে কৃষি দফতরের সহযোগিতায় কালোনুনিয়া ধান চাষ, আনুষ্ঠানিক ভাবে কালোনুনিয়া ধান কাটা হল
জৈব পদ্ধতিতে কৃষি দফতরের সহযোগিতায় কালোনুনিয়া ধান চাষ করে আয়ের মুখ দেখেছে কালচিনি ব্লকের বিশ্বনাথ পাড়া এলাকার বাসিন্দারা। কৃষি দফতরের সহযোগিতায় কালচিনি ব্লকের বিশ্বনাথ পাড়া বাসিন্দারা এবার কালোনুনিয়া ধান চাষ করছে। সোমবার আনুষ্ঠানিক ভাবে কালোনুনিয়া ধান কাটা হল। এদিন দুপুর ২টা নাগাদ এই উপলক্ষে এলাকায় কৃষি দফতরের থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়, উপস্থিত ছিলেন জেলাপরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব সহ কৃষি দফতরের আধিকারিকরা ও এলাকার বিশিষ্টজনেরা।