পটাশপুর ২: সেনাবাহিনীতে কর্মরত যুবকের কফিনবন্দী নিথরদেহ এলো বাড়িতে,কুলবুধিয়াতে গান স্যালুটে শেষ সম্মান জানাল ভারতীয় সেনারা
পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের কুল্বদিয়া এলাকায় যুবক উত্তম দাস ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হন। গত দুদিন আগে পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান এই ঘটনার খবর পেয়ে সুখের ছায়া নেমে আসে পরিবার সহ এলাকায় আজ সকালে আর্মি গাড়িতে করে সেনাবাহিনী কফিন বন্দি নিতর নিথর দেহ ফিরে আসে বাড়িতে |গান স্যালুটের মাধ্যমে তার মৃতদের শেষকৃত্য সম্পন্ন হয় তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন বিধা