একদিন নিখোঁজ থাকার পর নদী থেকে উদ্ধার হল এক শিশুর মৃতদেহ। ঘটনায় শোকের ছায়া মুর্শিদাবাদ জেলার সুতির বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের পুরাপাড়া কলোনি এলাকায়। পুলিশ জানিয়েছেন মৃত শিশুর নাম রহমত সেখ (৭)। শনিবার দুপুরে মৃতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার থেকে নিখোঁজ ছিল ওই শিশুটি। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা রাতভর খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান পাননি। অবশেষে শনিবার সুতির চাঁদনীচক শ্মশানঘাটের নদীতে মৎস্যজীবী ওই শিশুটির দেহ ভাসতে দেখে।