ক্যানিং ১: ক্যানিং মহকুমা হাসপাতালে আবর্জনার স্তূপ, ছড়াচ্ছে দূষণ, সমস্যায় রোগী ও তাদের পরিজনরা
চরম নোংরা ও আবর্জনার স্তূপ জমে রয়েছে হাসপাতাল চত্বরে। মশা, মাছি ভনভন করছে। এমনকি কুকুর, বিড়ালেও ছড়াচ্ছে সেই আবর্জনা। ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমা বিভাগের অনতি দূরে, শিশুদের বহিঃবিভাগের এক্কেবারে পাশেই দিনের পর দিন জমা হচ্ছে হাসপাতালে ব্যবহৃত রক্তমাখা গজ, গ্লাভস, সিরিঞ্জ সহ আরও অন্যান্য অনেক কিছু চিকিৎসা সামগ্রী। কিন্তু এসব পরিস্কারের কোন উদ্যোগই নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও তাঁদের আত্মীয়রা যথেষ্ট ক্ষুব্ধ এই ঘটনায়।