মঙ্গলকোট: কেশবপুর গ্রামে সাবমার্সিবেল পাম্পের মোটর চুরির ঘটনার তদন্তে এল মঙ্গলকোট থানার পুলিশ, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
মঙ্গলকোটের কেশবপুর গ্রামে সাবমার্সিবেল পাম্পের মোটর চুরির ঘটনায় সোমবার আনুমানিক দুপুর সাড়ে তিনটে নাগাদ তদন্তে এল মঙ্গলকোট থানার পুলিশ। তারা ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি স্থানীয়দের সঙ্গেও কথা বলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেশবপুর গ্রামের বাসিন্দা তুষারকান্তি মন্ডল। তাদের নির্মীয়মাণ বাড়ির পিছন দিকে ছিল একটি সাবমার্সিবেল পাম্প। ওই পাম্পের মোটরটি চুরি যায় বলেই অভিযোগ। বিষয়টি এদিন সকালে স্থানীয়দের নজরে আসে।