কুমারগ্রাম: পূর্ব শালবাড়িতে বুনো হাতির হামলায় মৃত দিনমজুরের পরিবারের পাশে থাকার আশ্বাস দিল তৃণমূল নেতৃত্ব
পূর্ব শালবাড়িতে হাতির হামলায় মৃত দিনমজুরের পরিবারের পাশে থাকার আশ্বাস দিল তৃণমূল নেতৃত্ব। সোমবার বিকেল নাগাদ এমনটাই জানালেন তৃণমূলের ভল্কা-বারবিশা ২ নম্বর অঞ্চল সভাপতি ভিক্টর রায়। উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বুনো হাতির হামলার মুখে পড়েন লেফরাগুড়ি বনবস্তির বাসিন্দা, বছর ৩৭-এর বিনোদ টোপ্পো। ঘটনার জেরে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। রবিবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়। তৃণমূল নেতৃত্ব মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে।