হরিণঘাটা: ৭২ তম সমবায় সপ্তাহ উদযাপন হরিণঘাটাতে ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও সমবায় দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহায়তায় হরিণঘাটা ব্লকের মোল্লা বেলিয়া ঢাকালি পাড়া এলাকায় S.K.U.S লিমিটেডের C.S.P( কাস্টমার সার্ভিস পয়েন্ট) ৭২ তম সমবায় সপ্তাহ উদযাপন হলো আজ । উদ্বোধন করলেন দেবাশীষ গাঙ্গুলী পূর্ত কর্মাধ্যক্ষ নদিয়া জেলা পরিষদ। ও সজল রায় এ আর সিএস নদীয়া , বিশেষ গৌরবময় উপস্থিত ছিলেন অমৃতাশন মুখার্জি সিডিও এবং শ্রীমতি সুদীপা সিংহ সি য়াই হরিণঘাটা আজ বৈকাল চারটে নাগাদ উঠে