মেদিনীপুর: প্রতিবন্ধীদের সহযোগী সরঞ্জাম উপহার দিতে ৮ লক্ষ টাকার সামগ্রী সাংসদ জুন মালিয়ার, উদ্যোগ মেদিনীপুরে
প্রতিবন্ধীদের সহযোগী সরঞ্জাম উপহার দিতে ৮ লক্ষ টাকার সামগ্রী উপহার মেদিনীপুরের সংসদ জুন মালিয়ার। ট্রাই সাইকেল হেয়ারিং এড এর মত বিভিন্ন রকমের সামগ্রী ইতিমধ্যে এসে পৌঁছেছে মেদিনীপুর শহরে। শীঘ্রই বড় অনুষ্ঠান করে তা বিলি করা হবে বলে মেদিনীপুরে জানিয়েছেন পৌর প্রধান সৌমেন খান।।