শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ফুলগেরিয়া এলাকায় এসআই এর কাজ করছিলেন বি এল ও অরূপ মাইতি।হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়ায় এলাকাবাসীরা এবং তার পরিবারের লোকজন তাকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। অতিরিক্ত কাজের চাপের জন্যই তার এই অসুস্থতা বলে জানা গিয়েছে। খবর পেয়ে শুক্রবার বিকেল তিনটা নাগাদ তাকে হাসপাতালে দেখতে উপস্থিত হন ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর।