ইলামবাজার: জয়দেব অঞ্চল সংস্কৃতি সেবা সমিতির ৫০তম প্রতিষ্ঠা দিবস প্রভাত ফেরী ও সংবর্ধনা মধ্য দিয়ে উদযাপিত হয় ভক্তিভবনে
জয়দেব অঞ্চল সাংস্কৃতি সেবা সমিতির ৫০তম প্রতিষ্ঠা দিবস প্রভাত ফরী,সমবর্ধনা ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উদযাপিত হয় জয়দেব কেন্দুলীর ভক্তিভবনে বেলা ১১টা নাগাদ।উপস্থিত জেলার বিভিন্ন কবি সাহিত্যিক ও জয়দেব কেন্দুলি অঞ্চলের বিশিষ্ট গুণীজনেরা ও সমাজসেবী।এই অনুষ্ঠানে বিভিন্ন কবিতা,সাহিত্যিক ও ভাষা সম্পর্কিত আলোচনা করা হয় ও কয়েকজন কবিকে সম্বর্ধনা দেওয়া হয়।