বাংলায় ভোটাধিকার রক্ষার্থে এস আই আর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা সুতাহাটা চৈতন্যপুরে।শুক্রবার বিকাল ৪ঃ০০ টার সময় সুতাহাটার চৈতন্যপুর মোড়ে চৈতন্যপুর অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ সভা শুরু হয়। বক্তব্য রাখেন তমলুক সাংগঠনিক জেলার TMC সাধারণ সম্পাদক পার্থ বটব্যাল, সুতাহাটা ব্লক তৃণমূলের সভাপতি তুষার মাইতি, যুব তৃণমূল সভাপতি সিদ্ধার্থ বেরা প্রমুখ।