বালুরঘাট: পারপতিরাম হাটখোলায় মা মনসার গানে ভক্তিময় পরিবেশ, কুড়ি বছরে পা দিল মহিলা কমিটির আয়োজন।
পারপতিরাম হাটখোলায় মা মনসার গানে ভক্তিময় পরিবেশ, কুড়ি বছরে পা দিল মহিলা কমিটির আয়োজন পারপতিরাম হাটখোলা বারোয়ারি মহিলা কমিটির উদ্যোগে আয়োজিত মা মনসার গান ও পূজো এবার কুড়ি বছরে পদার্পণ করল। ৩১ জুলাই থেকে শুরু হওয়া এই ধর্মীয় অনুষ্ঠানটি চলবে ৪ আগস্ট, সোমবার পর্যন্ত। পাঁচ দিনব্যাপী এই আয়োজনে প্রতিদিন শত শত ভক্ত উপস্থিত হয়ে মধ্যরাত পর্যন্ত মাতছেন ভক্তিময় পরিবেশে।