কৃষ্ণনগর ১: বিভিন্ন দাবিতে কৃষ্ণনগরে জেলা শাসকের দপ্তরের সামনে ডেপুটেশন ও সমাবেশ সারা ভারত কৃষক সভা নদিয়া জেলা কমিটির পক্ষ থেকে
অবিলম্বে তামান্নার খুনিদের শাস্তি দিতে হবে সহ একগুচ্ছ দাবী দাবা নিয়ে কৃষ্ণনগরে জেলাশাসকের দপ্তরের সামনে ডেপুটেশন ও সমাবেশ সারা ভারত কৃষক সভা নদীয়া জেলা কমিটির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা মোঃ সেলিম সহ অন্যান্য সিপিএম নেতৃত্ব। এদিন উক্ত সভা থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন সিপিএম নেতৃত্ব। পরবর্তীতে দাবিসমূহের একটি স্মারকলিপি দেওয়া হয় জেলা শাসকের কাছে।