সাঁতুড়ি: সাঁতুড়ি থানার পুলিশের মানবিক মুখ,ঝাড়খণ্ড থেকে মানসিক ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করে বাড়ি পৌঁছাল
পুরুলিয়ার সাঁতুড়ি থানা এলাকার গাংগপুর গ্রামের ভারসাম্যহীন মহিলা ঝুপা রাজোয়াড় রবিবার সকালে সাঁতুড়ির মুরাড্ডি রেল স্টেশন থেকে নিখোঁজ হয়ে যায়।এরপরই মহিলার বাবা প্রতিবন্ধী ছোটেলাল রাজোয়াড় সাঁতুড়ি থানার পুলিশের দ্বারস্থ হয়। সাঁতুড়ি থানার পুলিশ এরপরই সূত্র মারফত জানতে পারে মহিলাটি সাঁতুড়ির মুরাড্ডি রেল স্টেশন থেকে ট্রেনে করে ঝাড়খণ্ড রাজ্যের মান্ডু থানার এলাকায় পৌঁছে গেছে।সাঁতুড়ি থানার পুলিশ এরপরই তৎপরতার সাথে পৌঁছে যায় সেখানে।