ধূপগুড়ি: জাল ওষুধ নিয়ে সচেতন করতে ধূপগুড়ি শহরে মিছিল করে প্রচার করল বেঙ্গল কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন
অতিরিক্ত ছাড়ের চক্করে জাল ওষুধ খাচ্ছেন না তো?জাল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে জনসচেতনতায় র্যালি ধূপগুড়িতে।রাজ্য ব্যাপী বেঙ্গল কেমিষ্টস এ্যান্ড ড্রাগিষ্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জাল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে জনসচেতনতার প্রচার শুরু করেছে।রবিবার দুপুরে ধূপগুড়ি শহরের একটি জনসচেতনতার র্যালির আয়োজন করা হয় বেঙ্গল কেমিষ্টস এ্যান্ড ড্রাগিষ্টস অ্যাসোসিয়েশনের ধূপগুড়ি শাখার পক্ষ থেকে। এদিন বাইক র্যালিটি শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে।