মেমারি ২: সোমবার বিকালে মন্ডল গ্রাম হাই স্কুলে একটি সচেতনতা শিবিরের আয়োজন, উপস্থিত BDO
সোমবার বিকাল ৪ টেই,মন্ডল গ্রাম হাই স্কুলে একটি সচেতনতা শিবিরের আয়োজন, উপস্থিত BDO। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি দু'নম্বর ব্লকের মন্ডল গ্রাম হাই স্কুলের দৃশ্য। এলাকার ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের,চোলাই মদের ক্ষতিকারক দিক তুলে ধরে, তথা চোলাই মদ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতন করা হয় প্রত্যেকে। এদিন উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর ব্লকের বিডিও বিশাখ ভট্টাচার্য সহ আরও অনেকে।