আড়শা: শীতের শুরুতে ছোটছোট বাচ্চাদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন ভুঁইয়াডি গ্রামে
Arsha, Purulia | Nov 16, 2025 শীতের শুরুতে ছোটছোট বাচ্চাদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন কলকাতার "সুবর্ণলতা" নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার আড়শা ব্লকের ভুঁইয়াডি গ্রামে তারা এই শীতবস্ত্র তুলে দেন।