আলিপুরদুয়ার ২: ২৪ বছরের যুবকের আত্মহত্যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম খলিসামারি এলাকায়
২৪ বছরের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে মর্গে পাঠিয়েছে ভাটিবাড়ী পুলিশ ফাঁড়ির পুলিশ রবিবার বেলা দুটা নাগাদ।একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করেছে পুলিশ এমনটাও জানা গেছে পুলিশের কাছ থেকে। মৃত যুবকের নাম মানিক ওরাও তার বাড়ি শামুকতলা থানার পূর্ব খলিসামারি এলাকায়।দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্য হীনতায় ভুগছিল ওই যুবক। তার পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসা করা হচ্ছিল বিভিন্ন জায়গায়। শনিবার রাতে তার ঝুলন্ত দেহ দেখতে পান।