আলিপুরদুয়ার ২: প্রতিবেশীকে বাবা বানিয়ে ভোটার কার্ড বানানোর পর পুলিশের কাছে অভিযোগ দায়ের হলো জয়পুর এলাকার ঘরজামাই এর বিরুদ্ধে
প্রতিবেশীকে বাবা বানিয়ে ভোটার কার্ড বানানো হয়েছিল। এস আই আর ফর্ম পূরণ করতে গিয়ে প্রতিবেশী বিষয়টি জানার পরেই শামুকতলা থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে শামুকতলা থানার জয়পুর এলাকার বাসিন্দা তথা ঘর জামাই রাজুর সোরেনের বিরুদ্ধে।এমনটাই জানা গেছে অভিযোগ কারীর কাছ থেকে মঙ্গলবার বিকেল সাড়ে চারটা নাগাদ।অভিযোগকারী মঙ্গল সোরেনের বয়স ৬১ বছর।আসাম থেকে আসা রাজু সোরেন জয়পুর এলাকাতে ঘরজামাই হিসেবে বাস করেন। গত পঞ্চায়েত ভোটের সময় মঙ্গল সোরেন