খয়রাশোল: নাকড়াকোন্দায় বাড়ি বাড়ি গিয়ে S.I.R. ফর্ম পূরণে সহায়তা, উদ্যোগ খয়রাশোল ব্লক তৃণমূলের
সাধারণ মানুষ যাতে কোনও অসুবিধা ছাড়াই S.I.R. ফর্ম পূরণ করতে পারেন, সেই লক্ষ্যে খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিশেষ সহযোগিতা কর্মসূচি নেওয়া হল। বৃহস্পতিবার রাতেই নাকড়াকোন্দা অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের ফর্ম ফিলআপে সহায়তা করেন ব্লক তৃণমূল কোর কমিটির অন্যতম সদস্য কাঞ্চন দে। স্থানীয় সূত্রে জানা গেছে, বহু মানুষ ফর্ম পূরণের নিয়ম ও প্রক্রিয়া নিয়ে বিভ্রান্ত থাকায় এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।