কৃষ্ণনগর ১: কৃষ্ণনগর আমঘাটা রুটে অবশেষে শুরু হল বহু প্রতীক্ষিত ট্রেন পরিষেবা,উদ্বোধনের মধ্য দিয়ে শেষ হলো দীর্ঘদিনের জল্পনা
রেল সূত্রে খবর আগামী ১৭ই নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রী পরিষেবা চালু হবে। এই নতুন লোকাল ট্রেন পরিষেবা চালুর ফলে কৃষ্ণনগর শহর ও আমঘাটা অঞ্চলের মানুষের দৈনন্দিন যাতায়াতের বড়সড়ের সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে কৃষ্ণনগর সিটি জংশন থেকে আমঘাটা হল্ট পর্যন্ত তিন জোড়া নতুন ইয়েমিও লোকাল ট্রেন চালু করা হচ্ছে। সকাল দুপুর এবং রাতে তিন বেলায় ট্রেন চলাচল করবে।