রাইপুর: বক্সী রিভোলিউশন ক্লাবের পক্ষ থেকে বক্সী দুর্গা ময়দানে আয়োজিত হল রক্তদান শিবির
Raipur, Bankura | Apr 21, 2024 শনিবার রাইপুর ব্লকের বক্সীতে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। বকশি রিভোলিউশন ক্লাবের পক্ষ থেকে বক্সী দুর্গা ময়দানে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন এই রক্তদান শিবিরে প্রায় ৩০ জন রক্তদাতা রক্তদান করে বলে জানা গিয়েছে আনুমানিক বেলা ১২:১৫ মিনিট নাগাদ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল ইউনিট এসে পৌঁছায় এবং রক্ত সংগ্রহ করে। জানা গেছে এই রক্তদান শিবির শেষ হয় প্রায় দুপুর তিনটা নাগাদ।