চুঁচুড়া-মগরা: শ্রমকোডের বিরুদ্ধে ব্যান্ডেলে প্রতিবাদ পথসভা সিআইটিইউ
শ্রমকোডের বিরুদ্ধে প্রতিবাদ পথ সভা সিআইটিইউ। আজ থেকে দেশে শুরু হয়েছে চারটি শ্রমকোড। প্রথম থেকেই এই শ্রমকোডের বিরোধিতা করে এসেছে সিআইটিইউ। এবার তারা প্রতিবাদে পথসভা করে চারটি শ্রমকোড তারা মানবেন না এমনটাই জানিয়ে দেন।