চুঁচুড়া-মগরা: বাড়িতে চুরি করতে ঢুকে হাতেনাতে ধরা পরল চোর ঘটনাটি চুঁচুড়ার
বাড়িতে চুরি করতে ঢুকে হাতেনাতে ধরা পড়ল চোর। চুঁচুড়ার মোঘলপুরা লেনে প্রয়াত মোহন দাসের বাড়ি থেকে আজ সকালে কিছু ভাঙ্গার আওয়াজ পান স্থানীয়রা। এরপরে স্থানীয় কয়েকজন যুবক বাড়ির পিছন দিকে গিয়ে দেখে পিছনের দরজা ভাঙ্গা। সেখান দিয়েই যুবকরা বাড়ির ভেতর ঢুকে পড়ে। ঢুকেই দেখে নিচের তলা সমস্ত ঘর লণ্ডভণ্ড। এরপর উপরে উঠে দেখে একটি ঘরের ভেতর খাটের উপর লেপ চাপা দিয়ে রয়েছে চোর। এর পরই তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয় তারা।