খড়গপুর ১: খড়্গপুরে মহিলা তৃণমূল নেতৃত্বদের sir সহায়তা কেন্দ্রে ভিড় মানুষের
খড়গপুরে চলছে মহিলা তৃণমূলের এসআইআর সহায়তা কেন্দ্র, খড়্গপুর শহরের ন নাম্বার ওয়ার্ডের তৃণমূল কার্যালয়ে চলছে এই এস আই আর সহায়তা কেন্দ্র. আজ বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় আটটা নাগাদ এই শিবিরে উপস্থিত ছিলেন খড়গপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা. এদিন বহু মানুষ এই শিবিরে এসেছেন ফরম পূরণে সাহায্য পাওয়ার জন্য. উপস্থিত মহিলা নেতৃত্বরা এই ফরম পূরণে সাহায্য করছেন সাধারণ মানুষকে.