তেলিয়ামুড়া: কালি টিলার যুব সংস্থার পক্ষ থেকে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যার প্রস্তুতি দেখতে কালিটিলা স্কুল মাঠ পরিদর্শন করে বিধায়িকা
মঙ্গলবার রাত 7:30 মিনিট নাগাদ কালি টিলা যুব সংস্থার পক্ষ থেকে আয়োজিত চলতি মাসের ৪ তারিখ যে সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়েছে তার প্রস্তুতি দেখতে কালিটিলা স্কুল মাঠ পরিদর্শন করে বিধায়িকা শ্রীমতি কল্যাণী সাহা রায় মহোদয়া। কথা বলে কালিটিলা যুব সংস্থার কর্মীদের সঙ্গেও। প্রস্তুতি ঠিকভাবে হচ্ছে কিনা তা তিনি খোঁজখবর নেন।