রানিনগর ২: শেখপাড়া বাজারে টোটো চালকের হাতে আহত টোটো চালক
আজ বিকেলে মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানা এলাকার শেখপাড়া বাজারে টোটো চালকদের হাতে আহত এক অটোচালক জানিয়ে গেছে উক্ত অটোচালক শেখপাড়া বাজার থেকে চলে যাওয়ার পথে প্যাসেঞ্জার তুলেছিলেন শেখপাড়া বাজারে সেমতা অবস্থায় টোটো চালকরা এসে বেধড়ক মারধর শুরু করে অটোচালককে ঘটনাস্থলে আহত হয় উক্ত অটোচালক স্থানীয় লোকজনের তাৎপরতায় উদ্ধার করে নিয়ে আসা হয় গোধনপাড়া গ্রামীণ হাসপাতাল চিকিৎসার জন্য