বেতনের দাবিতে উত্তাল হয়ে উঠল আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের রায়মাটাং চা বাগান। বুধবার বাগানের শ্রমিকরা কাজ বন্ধ রেখে ম্যানেজারের কার্যালয় ঘেরাও করে আন্দোলনে সামিল হয়েছেন। অভিযোগ, গত ২২ তারিখে শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত এক টাকাও তাদের হাতে পৌঁছায়নি। এমন পরিস্থিতিতে পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন শ্রমিকরা। বুধবার শ্রমিকরা জানান এদিন সকাল থেকেই তারা ম্যানেজার অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।