বারাসাত ১: সব মুসলমান মৌলবাদী নয়, বারাসাতে বললেন রাজ্য বিজেপির সভাপতি
সরদার বল্লভ ভাই প্যাটেলের দেড়শ বছর জন্মবার্ষিকী উপলক্ষে আজ এ উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত শতদল মাঠ সংলগ্ন টাকি রোড থেকে শুরু হয় বিজেপির একতা যাত্রা এই দিন এই একতা যাত্রায় পা মিলিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য , বিজেপির রাজ্য কমিটির সদস্য তাপস মিত্র, উত্তর ২৪ পরগনা জেলা বিজেপির সভাপতি রাজীব পোদ্দার সহ বারাসাত জেলা বিজেপির একাধিক মন্ডল এর সভাপতি এবং বিজেপির কর্মী সমর্থকেরা, বারাসাত সত্যলল ময়দান থেকে এই একতা যাত্রা শুরু হয় এবং বারাসাত ক