কোচবিহার ১: কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী কাল আইন শ্রম কোডের প্রতিবাদে কোচবিহারে আন্দোলনে সামিল হলো WBMSRU
শ্রমিক বিরোধী প্রমো কোড বাতিলের দাবিতে কোচবিহারে প্রতিবাদ বিক্ষোভ ধন্য হলো ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের কোচবিহার জেলা কমিটি। এদিন সংগঠনের পক্ষ থেকে কোচবিহার জেলাশাসক দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয় , গত ২১ তারিখ শ্রমিক স্বার্থ বিরোধী কালা শ্রমিক কোড বলবত করা হয়েছে। মূলত তার বিরোধিতা করেই এবং WBMSRU এর জন্য দীর্ঘ ৪৯ বছরের পুরনো যে আইন তাকে বহাল রাখার জন্য আজকের এই কর্মসূচিতে শামিল হয়েছেন।