মেদিনীপুর: মেদিনীপুরে RTO অফিসে অভিযান টোটো চালকদের
টোটো রেজিস্ট্রেশন এবং টোটো লাইসেন্স এর ক্ষেত্রে সমস্ত জায়গায় সমান অর্থ নিতে হবে এমনই দাবিতে এবার মেদিনীপুরে আরটিও অফিস অভিযান টোটো চালক ইউনিয়নের। আজ বৃহস্পতিবার বেলা প্রায় আড়াইটে নাগাদ মেদিনীপুর শহরের আরটিও অফিসে অভিযান করে টোটো চালক ইউনিয়নের সদস্যরা। সঙ্গে ছিলেন টোটো চালক ইউনিয়নের নেতৃত্ব বুদ্ধ মহাপাত্র সহ অন্যান্যরা। তাদের দাবি টোটো রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে ঝাড়গ্রাম জেলায় যে রেট ধার্য করা হয়েছে,সেই রেটেই মেদিনীপুরে করতে হবে।