রায়গঞ্জ: জলসা থেকে ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হল এক তরুণের, চাঞ্চল্য করনদিঘির বড়ো সোহার এলাকায়
জলসা থেকে ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হল এক তরুণের, চাঞ্চল্য করনদিঘির বড়ো সোহার এলাকায়। শনিবার দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। এদিন দুপুর আনুমানিক দুটা নাগাদ মৃতের পরিজনেরা জানান, মঙ্গলবার রাতে জলসা দেখে বাড়ি ফেরার সময় তাকে কোনও গাড়ি ধাক্কা মারে৷ রক্তাক্ত গুরুতর জখম অবস্থা তাকে উদ্ধার করে প্রথমে করণদিঘী হাসপাতালে এবং পরে অন্যত্র নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই তরুণের।