রায়গঞ্জ: SIR আতঙ্ক দূর করতে রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় তৃণমূল মাইনরিটি সেলের সচেতনতা সভা
রায়গঞ্জে জেলা তৃণমূল মাইনরিটি সেলের উদ্যোগে SIR ফর্ম নিয়ে মানুষের আতঙ্ক দূর করতে এক সভা হয়। জেলা সভাপতি জাভেদ আক্তার অভিযোগ করেন, বিজেপি ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যে SIR-কে রাজনৈতিকভাবে ব্যবহার করছে।কেউ যেন ফর্ম না-পেয়ে বঞ্চিত না হয়, ফর্ম পূরণে সমস্যা হলে কর্মীরা পাশে থাকবেন এবং বিএলও–বিএলএ মিলে নিশ্চিত করবেন ভোটারের নাম সঠিকভাবে আপলোড হয়েছে। বিভিন্ন ব্লকে সংগঠনের কর্মীদের নিয়ে সভা করে তিনি বলেছেন, দ্রুতই মানুষের মধ্যে SIR ভীতি দূর করতে এই সভা