পুরুলিয়া-বলরামপুর ১৮ নম্বর জাতীয় সড়কের নামশোল এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক পথচারী এবং এক বাইক চালক। যখন পথচারীর নাম শোয়েব আক্তার বাড়ি পুরুলিয়া ডিগুডি পাড়া এবং বাইক আরোহীর নাম কৃত্তিবাস পরামানিক, তার বাড়ি বলরামপুর থানার নামশোল এলাকায়।