মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে চাঞ্চল্যকর খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের নাম ইদ্রিস আলী ওরফে মিঠুন। তাঁর বাড়ি তারাপুর এলাকায় হলেও বিয়ের পর থেকে তিনি সাগরদিঘী থানার চাঁদপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। নিহত মহিলার সঙ্গে ধৃতের সম্পর্ক ভগ্নিপতির। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সামশেরগঞ্জের তারাপুর হাসপাতালের পেছনের একটি বাগান থেকে রক্তাক্ত ও অর্ধনগ্ন অবস্থায় এক মহিলার দেহ উদ্ধার হয়।