শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর রাজবাড়ী স্টেশন রোড থেকে এক মহিলা নেশা কারবারিকে আটক করে ধর্মনগর থানার পুলিশ। ধৃতের নাম শুক্লা দেবনাথ (৩৭)। তার কাছ থেকে ১০টি প্যাকেটে আনুমানিক ১৯৬০টি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়, যার বাজার মূল্য প্রায় ১০–১২ লক্ষ টাকা। ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।