জামবনি: SIR আগামী বিধানসভা নির্বাচন সহ একাধিক বিষয়ে গদরাশোলে হল বিজেপির বিশেষ বৈঠক
SIR আগামী বিধানসভা নির্বাচন সহ একাধিক বিষয়ে গদরাশোলে হল বিজেপির বিশেষ বৈঠক। বৃহস্পতিবার বিকেল নাগাদ জামবনি ব্লকের গদরাশোলে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা যায়। SIR আগামী ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে জামবনি ব্লকে বিজেপির সংগঠন মজবুত করা, সংগঠনে সদস্য সংখ্যা বাড়োনো, জনসংযোগ কর্মসূচি গ্ৰহন সহ একাধিক বিষয়ে এদিনের এই বিশেষ বৈঠক টি অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির সহসভাপতি সনাতন সরেন,বিনপুর বিধানসভার ইনচার্জ রঘুনাথ মুর্মু।