সাঁইথিয়া: সাঁইথিয়ার ৮ নম্বর ওয়ার্ডে SIR ফরম বিতরণ, উপস্থিত পৌরপিতা ও সমাজসেবীরা
সারা দেশজুড়ে শুরু হয়েছে SIR ফরম ফিলাপ সেই মতো আজ সোমবার বীরভূম জেলার সাঁইথিয়া শহরের আট নম্বর ওয়ার্ডের মানুষজন দের দেওয়া হল এস আই আর এর ফরম। তাতেই উপস্থিত ছিলেন বিয়ে হল এবং ছিলেন সাঁইথিয়ার পৌরপিতা বিপ্লব দত্ত এবং ছিলেন বিশিষ্ট সমাজসেবী দেবাসীর সহ 8 নম্বর ওয়ার্ডের মানুষজন। বিকেল চারটে নাগাদ সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়।