নলহাটি ১: নলহাটির মেহেগ্রামে অনুষ্ঠিত হচ্ছে বাংলা যাত্রা পালা, যাত্রা দেখতে ভিড় করেছেন স্থানীয় সহ আশেপাশে গ্রামের শতাধিক মানুষ
নলহাটির মেহেগ্রামে অনুষ্ঠিত হচ্ছে বাংলা যাত্রা পালা, আজ শুক্রবার রাত্রি ৮:৩০টা নাগাদ নলহাটি থানার অন্তর্গত মেহেগ্রামে শুরু হল একটি যাত্রাপালা। মোবাইল এবং সোশ্যাল মিডিয়ার যুগে এখন যাত্রাপালা প্রায় অদৃশ্যের দিকে । আগেকার দিনে এই শীতের মরসুমে বাংলার গ্রামে গ্রামে বিভিন্ন এলাকায় এলাকার মানুষজন আয়োজন করে থাকতেন যাত্রাপালা অনুষ্ঠানের, কিন্তু এই যাত্রাপালা এখন আর তেমন দেখা যায় না এই আধুনিক যুগে।