বেলডি গ্রামে দ্রুতগামী বাইকের ধাক্কায় জখম পথচারী যুবক, জখম যুবকের নাম রমেশ কালিন্দী। বলরামপুরের বাঁশগড় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ওই যুবককে জামশেদপুরে নিয়ে যাওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য।
বলরামপুর: বেলডি গ্রামে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাইকের ধাক্কায় গুরুতর জখম যুবক - Balarampur News