আলিপুরদুয়ার ১: শিলাবাড়িহাট এর মহাসড়কের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পুনর্বাসনের জায়গায় হবে নতুন ড্রেন,কাজের সূচনা করলেন ZP সহ সভাধিপতি
রবিবার আলিপুরদুয়ার -১ ব্লকের পূর্ব কাঁঠাল বাড়ি গ্রাম পঞ্চায়েতের শিলাবাড়িহাট এলাকায় নতুন ড্রেনের কাজের সূচনা হলো।দুপুর দুটো নাগাদ ওই কাজের সূচনা করেন জেলা পরিষদের সহ সভাধিপতি মনোরঞ্জন দে। সলসলাবাড়ি ফালাকাটা মহা সড়কের জন্য ওই এলাকায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়।শিলাবাড়িহাট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়।ওই ব্যবসায়ীদের জন্য জেলা পরিষদের একটি জায়গা দেওয়া হয়।