বহরমপুর: বহরমপুর থানার অভিযানে উদ্ধার ১০৯ কেজি গাঁজা, গ্রেফতার ২
উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে পাচারের সময় বড়সড় সাফল্য পেল বহরমপুর থানার পুলিশ। বহরমপুর থানার অন্তর্গত ফতেপুর মোড় এলাকায় একটি ছোট গাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ১০৯ কেজি। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাড়ির চালক ও খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ।